দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী

“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০

দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ

হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০

নামাজ বেহেস্তের চাবি

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।

কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Monday, June 19, 2017

মহিমান্বিত রজনী “পবিত্র লাইলাতুল ক্বদর”



মহিমান্বিত রজনীপবিত্র লাইলাতুল ক্বদর

 শেষ হয়ে যাচ্ছে রমযানুল মোবারক  অতি গুরুত্বপূর্ন একটি মাস মাসেই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে রমযান মাসে সিয়াম সাধনায় মহান আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বার উন্মুক্ত করে দেয় তাই তো রমযানের আগমনে আল্লাহ প্রেমিক বান্দার অন্তরে এক অনাবিল আনন্দধারা প্রবাহিত হয় সকল ঈমানদারেরা শৃঙ্খলার মধ্যে থেকে এই পবিত্র মাসটি অতিবাহিত করে মুসলিম উম্মাহর জন্য রমযান অত্যন্ত কাঙিক্ষত প্রাপ্তির মাস

[ নীচ শব ই কদর এর  ফজলত vidio আছ অবশ্ই দখব]

ক্বদর শব্দের অর্থ :

মহাত্ম বা সম্মান, এই মহাত্ম সম্মানের কারণে একে লাইলাতুল ক্বদর, তথা মহিমান্বিত রাত বলা হয় বারটি মাসের মধ্যে ফযিলতপূর্ণ মাস হল রমযান মাস মোবারক মাসে রাব্বুল আলামীন লাইলাতুল ক্বদর নামে এমন এক

Friday, June 2, 2017

বিজ্ঞানের অটোফেজি-মুসলিম পরিভাষায় রোজার উপকারিতা



বিজ্ঞানের অটোফেজি-মুসলিম পরিভাষায় রোজার উপকারিতা

হৈ চৈ ফেলে জাপানের ডাক্তার  ওশিনরি ওসুমি- কে অটোফেজি (যা মুসলিম পরিভাষায় রোজা)আবিষ্কারের জন্যে পুরষ্কার পান । 
রোজা রাখার এই বৈজ্ঞানিক পদ্ধতিই অটোফেজিকে মুসলিম পরিভাষায়  রোজা’, যা মুসলিমরা সিয়াম বলে খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলা হয়ফাস্টিং হিন্দু বা বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলা হয়উপবাস বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলা হয়অনশন আর, মেডিক্যাল সাইন্স রোজা রাখলে তাকে বলা হয় 'অটোফেজি