Thursday, April 23, 2015

তাবলীগী ভাইদের ১২ কাজ

তাবলীগী ভাইদের ১২ কাজ :

ক) মার্কাজের সাথে যোগাযোগ রাখা ।
খ) মুরব্বীদের সোহবতে থাকা
গ) মুরব্বীদের তাকাজা অনুযায়ী চলা ।
ঘ) সাথীদের সাথে জোড়মিল রাখা ।
ঙ) মোয়ামেলা, মোয়াশেরাত, আখলাক যথাযথভাবে পালন করা ।
চ) কানায়াতের সাথে (উপবাস) চলা ।
ছ) ঈমানের মূল কাজ দাওয়াতের সাথে চলা ।
জ) দৈনিক মাশোয়ারা করা (মসজিদে ও ঘরে)
ঝ) তালিম করা (মসজিদে ও ঘরে) ।
ঞ) দৈনিক আড়াই ঘন্টা মেহেনত করা ।
ট) সপ্তাহে দুই গাস্ত (নিজ মহল্লায় ও অপর মহল্লায় )
ঠ) মাসে তিন দিন সময় লাগানো ।          

0 comments:

Post a Comment