Thursday, April 23, 2015

পুরুষ ও মহিলাদের দায়েমী ফরজ ও সুন্নতসমূহ

পুরুষ ও মহিলাদের দায়েমী ফরজ ও সুন্নতসমূহ 


পুরুষের দায়েমী ফরজ ২টি 


 সব সময় ইমানী হালতে থাকা, সতর ঢাকিয়া রাখা, নিজের পরিবারকে পর্দার মধ্যে রাখা

 মহিলাদের দায়েমী ফরজ ৫ টি 

  সব সময় ইমানী হালতে থাকা, সতর ঢাকিয়া রাখা(সর্বশরীর), পর্দা করা, স্বামীর মাল হেফাজত করা, ছোট আওয়াজে কথা বলা ।

পুরুষের দায়েমী সুন্নত 
 মাথা ঢেকে রাখা, ২ ধরনের চুল কাটা, গোঁফ ছোট রাখা, মেছওয়াক করা, দাড়ি লম্বা রাখা , ঢিলাঢালা সুন্নতি জামা পরা

মেয়েদের দায়েমী সুন্নত 
 ১)মাথার চুল লম্বা রাখা, ২) চুল সুন্দর করিয়া রাখা, ৩) মেছওয়াক করা, ৪) হাত-পায়ের নোখ কাটা, ৫) গোপন অঙ্গেও লোম পরিস্কার করা, ৬) ঢিলা ব্যবহার করা, ৭) হাফেজ নেফাজে পট্টি ব্যবহার করা।

0 comments:

Post a Comment