Thursday, April 23, 2015

নামাজের দুনিয়া ও আখেরাতের পুরস্কার সমূহ

নামাজের দুনিয়া ও আখেরাতের পুরস্কার সমূহ

নামাজ পরলে ৫টি পুরুস্কার

) রিজিকের অভাব দুর করে দিবেন
) কবরের আজাব হটাইয়া  দিবেন
) ডান হাতে আমলনামা দিবেন
) বিজলীর ন্যায় পুলসিরাত পার করে দিবেন.
) বিনা হিসাবে জান্নাত দিবেন।



নামাজ না পড়লে ১৫ প্রকার শাস্তি


) দুনিয়ায় প্রকার শাস্তি
) মৃত্যুর সময় ৩প্রকার শাস্তি
) কবরের প্রকার শাস্তি
) হাশরে প্রকার শাস্তি

 দুনিয়ায় প্রকার


1.     তার সময় রিজিকের বরকত থাকবে না
2 .তার চেহারায় নেক লোকদের চিহ্ণ থাকবেনা
3. তার আমলে কোন সওয়াব পাবে না
4.তার কোন দোয়া কবুল হবে না
5. নেক লোকের দোয়া তার জন্য কবুল হবে না

মৃত্যুর সময় ৩প্রকার

1.     তার অপমৃত্যু হবে
2 .সে অভুক্ত অবস্থায় মারা যাবে
2.     সে পিপাসার্ত অবস্থায় মারা যাবে

কবরের প্রকার শাস্তি

1.কবর সংকীর্ন হবে
2.কবরে আগুন জ্বালানো হবে
3.ভয়ংকর সাপ নিয়োগ করা হবে

হাশরে প্রকার শাস্তি


1.অত্যন্ত কঠিন হিসাব নেয়া হবে
2.আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন
3. তাহাকে দোযোখে নিক্ষেপ করা হবে

0 comments:

Post a Comment