Monday, March 30, 2015

ওযুর ফরজ ও সুন্নত

ওযুর ফরজ টি

১. মুখমন্ডল অর্থাৎ কপালের ওপর থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভালোভাবে ধৌত করা।
২. উভয় হাত কনুইসহ ধোয়া।
৩. মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা।
৪. উভয় পা টাখনুসহ ধোয়া।

ওযুর মধ্যে ১৮টি সুন্নত

১. নিয়ত করা। 

 



২. ওযুর শুরুতে উভয় হাত কব্জিসহ ধোয়া।
৩. বিসমিল্লাহ পড়া।
৪. মিসওয়াক করা।
৫. তিনবার কুলি করা।
৬. তিনবার নাকে পানি দিয়ে পরিষ্কার করা।
৭. ঘন দাড়িতে খিলাল করা।
৮. হাত-পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা
৯. ফরজ ও সুন্নত কাজগুলো তিনবার করে করা।
১০. সম্পূর্ণ মাথা মাসেহ করা।
১১. উভয় কান মাসেহ করা।
১২. অঙ্গসমূহ হাত লাগিয়ে ভালো করে ধোয়া।
১৩. এক অঙ্গ ধোয়ার পর দেরি না করে অন্য অঙ্গ ধোয়া।
১৪. ধারাবাহিকতা বজায় রাখা।
১৫. প্রত্যেক অঙ্গ ডান দিক থেকে আরম্ভ করা
১৬. হাত ও পা আঙ্গুলের দিক থেকে ধোয়া আরম্ভ করা।
১৭. মাথা মাসেহ সামনের দিক হতে আরম্ভ করা।

১৮. গর্দান মাসেহ করা।
** জরুরী হক কথা - মানুষ মরনশীল সত্যিই কি আমাদের দুনিয়ার জীবন ক্ষনস্থায়ী, অনন্ত অসীম পরকাল/আখেরাতের কামিয়াবী/সাফল্যের জন্য নিয়মিত সালাত আদায় করি সকলকে কালিমার/ইসলামের দাওয়াত দেই, নিজে পরিপূর্ন মুসলিম হই আল্লাহ আমাদের খাঁটি মুমিন হিসাবে কবুল করুন আমিন

0 comments:

Post a Comment