দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী

“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০

দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ

হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০

নামাজ বেহেস্তের চাবি

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।

কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Saturday, June 18, 2016

ইসলামে বাবার মর্যাদা

ইসলামে বাবার মর্যাদা

জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ দিবস উপলক্ষে পৃথিবীর সব বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা। আর যেসব বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের জন্য রইল অনেক দোয়া। বস্তুত বাবার মাধ্যমেই সন্তানের জীবনের শুরু। 
কোনো সন্তান বাবার ঋণ কখনো পরিশোধ করতে পারে না। কঠোর শাসন, কোমল ভালোবাসা আর ত্যাগে অগ্রগামী যিনি, তিনিই তো বাবা। বাবারা যে কোনো ধরনের দুঃখ-কষ্ট অকাতরে সহ্য করেন। সবসময় চেষ্টা করেন সামান্য কষ্ট যেন সন্তানকে স্পর্শ না করে। সন্তানের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সারাজীবন অক্লান্ত পরিশ্রম করেন। তারপরও বাবাদের সঙ্গে আমাদের সমাজের অনেকেই খারাপ আচরণ করে থাকেন। এটা ইসলাম বিরুদ্ধ কাজ; হাদিস বিরুদ্ধ কাজ; কোরান বিরুদ্ধ কাজ। এ কাজের প্রতি স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে শরিয়তে-ইসলামে। 

Friday, June 17, 2016

রোজার বিকল্প ফিদইয়া

রোজার বিকল্প ফিদিয়া


রমজান মাসে সক্ষম মুমিন নারী-পুরুষের রোজা পালন করা  ফরজ ইবাদত মহান প্রভুর ঘোষণা, ‘হে মুমিনগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতিও; যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো’ (আলকোরআন, সুরা- বাকারা, আয়াত: ১৮৩) কিন্তু যারা রোজা পালনে সক্ষম নয়, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে 

Wednesday, June 15, 2016

ইসলামের নিরব প্রচারে ক্রিকেট বিশ্বে তারুণ্যের দশ আইডল

ইসলামের নিরব প্রচারে ক্রিকেট বিশ্বে তারুণ্যের দশ আইডল
  ******      ********        ******       ********      ******         ******         *****   ********
সম্প্রতি তারা দাওয়াত নিয়ে গিয়েছিলেনক্যরাবিয়ান রাজপুত বায়ান ল্যরার কাছে।
তিনি তাদের কাছে চ্যলেন্জ করে কোটি টাকার ্রশ্ন তুলেছেন , 
"
তোমরা মুহাম্মদ রাসুল সাঃ এর আনিত যে ইসলামের কথা বল, সেই ইসলামের পরিচয় তো আমি মুসলমানদের সার্বিক সমাজ জীবনে দেখতে পাইনা পৃথিবীর কোথাও।" তারপরেও ক্রিকেট লিজেন্ড ইনজামামুল হক, গ্রেট মুহাম্মদ ইউসুফ এর ঈমানী কথায় তিনি কিছুক্ষণ পরেই আশাবাদী প্রভাবিত হন।
কিছুদিন পূর্বে তাদের হাত ধরে ইসলামে গ্রহন করলেন,বিশ্ব কাপাঁনো তারকা, দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের পেসার ওয়েন পার্নেল। এভাবেই দাওয়াতের মেহনতের ফলে ইসলামের ছায়া তলে এসেছেন , কারিম আব্দুল-জব্বার (Lew Alcindor) একজন আমেরিকান অবসরপ্রাপ্ত বাস্কেটবল প্লেয়ার, কোচ, অভিনেতা, এবং লেখক। আহমদ রুশদি এমি পুরস্কার প্রাপ্ত সাবেক আমেরিকান ফুটবলার। তারিক আব্দুল ওয়াহিদ (অলিভিয়ের সেন্ট জাঁ)ফ্রান্সের সাবেক বাস্কেটবল প্লেয়ার। 

Saturday, June 11, 2016

জুমার দিনে দোয়া কবুল হয়

জুমার দিনে দোয়া কবুল হয়

জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে, যে সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকনে মুহূর্তটি সম্পর্কে মতভেদ থাকলেও দোয়া কবুল হওয়ার বিষয়ে বিতর্ক নেই সময় সম্পর্কে ৪৩টি অভিমত পাওয়া যায় যার মধ্যে থেকে কয়েকটি তুলে ধরা হলো-

§    ইমাম যখন খুৎবা দেন;     cont.next page

Saturday, June 4, 2016

ড. আবদুল্লাহ জাহাঙ্গীর

. আবদুল্লাহ জাহাঙ্গীর : কর্মবীর এক মহৎ মনীষীর প্রতিচ্ছবি


 মাহে রমজান সমাগত। তাই আজ খুব বেশী করে আবদুল্লাহ জাহাঙ্গীর এর মনে হচ্ছে, তাই উনার ব্যাপারে সবার জানা উচিত। উনার ট্রাষ্ট এর   লিঙ্ক  থেকে আমরা আরও জানি ।
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ প্রফেসর ড. খোন্দকার আ ন ম আবদুল্লাহ জাহাঙ্গীর স্মরণে এক আলোচনা সভায় বিশিষ্ট আলোচকগণ বলেছেন, ইসলামের খেদমতে মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন ব্যতিক্রমী। শিরক ও বিদআতমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদান মুসলিম মিল্লাত অনাগতকাল স্মরণ রাখবে। জ্ঞানের এক উচ্চতায় অবস্থান করলেও তিনি ছিলেন বিনয়ী,পরোপকারী এবং ইসলামের বিশুদ্ধ খাদেম।

আজ শনিবার রাজধানীর বিজয়নগরের এক অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ এ স্মরণ সভার আয়োজন করে।

আল্লাহর জিকির : শান্তির একমাত্র পথ

আল্লাহর জিকির : শান্তির একমাত্র পথ

মহান আল্লাহপাক পবিত্র কোরআনে ইরশাদ করেন - ‘তোমরা আমাকেই স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব’ (সূরা বাকারা : আয়াত ১৫২) দুনিয়া আখেরাতে শান্তি মুক্তির একমাত্র উপায় হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করে মহান আল্লাহর জিকির করার নির্দেশ দিয়ে আল্লাহপাক ইরশাদ করেন - ‘হে ঈমানদানগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ করবে এবং সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করবে’ (সূরা আহযাব : আয়াত ৪১-৪২) মানবাত্মার শান্তির একমাত্র পাথেয় হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর জিকিরের ফজিলত গুরুত্ব সম্পর্কে অগণিত হাদীস রয়েছে  জিকির সম্পর্কেএ আর ও জানি এই লিঙ্ক থেকে ।  এ সম্পর্কে নি¤œ কয়েক খানা হাদীস উপস্থাপন করা হলো :

() হযরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদীসে রাসূল (সা.) ইরশাদ করেন -  আল্লাহপাক বলেছেন, আমি আমার বান্দার কাছেই থাকি যখন সে আমার জিকির করে এবং আমার জিকিরের জন্য তার ওষ্ঠ নড়ে (বুখারী)