Wednesday, June 15, 2016

ইসলামের নিরব প্রচারে ক্রিকেট বিশ্বে তারুণ্যের দশ আইডল

ইসলামের নিরব প্রচারে ক্রিকেট বিশ্বে তারুণ্যের দশ আইডল
  ******      ********        ******       ********      ******         ******         *****   ********
সম্প্রতি তারা দাওয়াত নিয়ে গিয়েছিলেনক্যরাবিয়ান রাজপুত বায়ান ল্যরার কাছে।
তিনি তাদের কাছে চ্যলেন্জ করে কোটি টাকার ্রশ্ন তুলেছেন , 
"
তোমরা মুহাম্মদ রাসুল সাঃ এর আনিত যে ইসলামের কথা বল, সেই ইসলামের পরিচয় তো আমি মুসলমানদের সার্বিক সমাজ জীবনে দেখতে পাইনা পৃথিবীর কোথাও।" তারপরেও ক্রিকেট লিজেন্ড ইনজামামুল হক, গ্রেট মুহাম্মদ ইউসুফ এর ঈমানী কথায় তিনি কিছুক্ষণ পরেই আশাবাদী প্রভাবিত হন।
কিছুদিন পূর্বে তাদের হাত ধরে ইসলামে গ্রহন করলেন,বিশ্ব কাপাঁনো তারকা, দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের পেসার ওয়েন পার্নেল। এভাবেই দাওয়াতের মেহনতের ফলে ইসলামের ছায়া তলে এসেছেন , কারিম আব্দুল-জব্বার (Lew Alcindor) একজন আমেরিকান অবসরপ্রাপ্ত বাস্কেটবল প্লেয়ার, কোচ, অভিনেতা, এবং লেখক। আহমদ রুশদি এমি পুরস্কার প্রাপ্ত সাবেক আমেরিকান ফুটবলার। তারিক আব্দুল ওয়াহিদ (অলিভিয়ের সেন্ট জাঁ)ফ্রান্সের সাবেক বাস্কেটবল প্লেয়ার। 
.
খবর গুলো মিডিয়াতে আসে না। আর মিডিয়াতে প্রচারের জন্যও তারা এসব দ্বীনী কাজও করেন না।তারা এর বদলা চান কেবল মহান মালিকের দরবারে। তবে বিশ্বের জনপ্রিয় খেলা ক্রিকেটের নন্দিত তারকা হিসাবে তাদের বরাবরই দেখা যায় টিভি পর্দায় বিশ্ব মিডিয়াতে। দেশে দেশে খেলার পাশপাশি তারা। তাবলীগের কাজ করেন বির্ধমী তারকা মুসলিম তরুনদের মাঝে। 
আল জাজিরা খবর প্রকাশ করেছে সম্প্রতি কয়েক বছরে অন্তত দশ ক্রিকেট তারকার তাবলীগের দ্বারা পৃথিবীর নানান দেশের হাই প্রোপাইল স্যোসাইটির দশ হাজারের অধিক তরুন ইসলাম গ্রহন করেছেন। তাদের মধ্যে খেলোয়ার, গ্লামার স্যলব্যটি, সংগীত তারকা, রাজপূত্র, রাজকন্যা, রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, খ্যাতিমান সাংবাদিক সহ অনেক গুরত্বপূর্ন পেশার মানুষ রয়েছেন। নিজেদের তারকা পরিচয়কে কাজে লাগিয়ে তারা ইসলামের দাওয়াত নিয়ে পৃথিবীর যে কোন প্রান্তের যে কোন মানুষের কাছে সহজে পৌছতে পারছেন। বিশ্ব মিডিয়া প্রতি মুহুর্তে পরিকল্পিতভাবে ইসলামকে নেগেটিভ ভাবে প্রচার করে এবং জঙ্গিবাদের অপবাদ মুসলিমদের ঘারে চাপানোর শত প্রচেষ্টার পরেও তাদের তৎপরতায় ইসলামের সৌন্দর্য সম্পর্কে উত্তরাধুনিক তরুনদের জানার আগ্রহ ক্রমশ বেড়ে চলছে।
.
স্রোতে বিশ্ব সংস্কৃতির বিপরিত ক্যারিয়ারের পাশাপাশি কঠোরভাবে সুন্নাহ পরিপালন ইসলাম মেনে চলার পাশাপাশি দাওয়াত তাবলীগের কাজ করে পৃথিবীকে চমকে দেয় এমন জনপ্রিয় সফল ১০ক্রিকেটার হলেন।

.

. সাইদ আনোয়ার:

পাকিস্তানী সফল বাহাতি ব্যাটসম্যানদের আইডল সাইদ আনোয়ার ক্যারিয়ার শেষ জীবনে সবচেয়ে বড় একটা ধাক্কা খেয়ে বসেন। তার মেয়ের মৃত্যুতে। শোকাহত এই ক্রিকেটার ইসলামের মধ্য শান্তি খুঁজে পান।

আর বর্তমানে তাবলীগ জামাতের মাধ্যমে তিনি সারা বিশ্বে ইসলামকে পৌঁছে দিচ্ছেন। তিনি বলেন আগে ক্রিকেট নিয়ে সারা দুনিয় ঘুরতাম এখন দ্বীন নিয়ে ঘুরি। আগে তরুনরা আমার অটোগ্রাফের জন্য ভীর জমাত, এখন দ্বীনী কথা শোনার জন্য ভীর জমায়

. মোহাম্মাদ ইউসুফ:


পাকিস্তানী ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান গ্যাট মোহাম্মদ ইউসুফ ক্যারিয়ারের শুরুতে ছিলেন একজন খ্রিষ্টান, নাম ছিল ইউসুফ ইউহানা। সার্থীতদের তাবলীগের দ্বারা প্রভাবিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের পর ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেছেন তিনি। তিনি একজ। দা"য়ী হিসাবে নিয়মিত ধর্মপ্রচার করে যাচ্ছেন। তিনি এখন একজন ধর্মপ্রাণ এবং ধার্মিক মুসলিম নিষ্টাবান দা'য়ী। তার
ক্যারিয়ারের সফলতাকে তিনি দাওয়াতের কাজে ব্যয় করেন। জনপ্রিয় গায়ক হ্যান্স রাজ হ্যান্স এর মত অনেক বিখ্যাত জনরা তার হাতে ইসলাম ধর্ম গহণ করেছেন বলে জানা যায়

. হাশিম আমলা:


বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলা একজন একনিষ্ট দা'য়ী শুধুমাত্র ধর্মের নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রধান স্পন্সরক্যাসেলকোম্পানির লোগো গায়ে টি-শার্ট পরেন না, আর এই লোগো না গায়ের সাথে না জোড়ানোর কারণে তিনি প্রতি মাসে ৫০০ ডলার করে ক্ষতিপূরণ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে দেন। তিনি আজ পুরো পৃথিবীর মুসলিম তারুন্যের জনপ্রিয় আইপল দা'য়ী
. ইনজামাম-উল-হক:
পাকিস্তান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের, ক্রিকেট লিজেন্ড খ্যাত নাম ইনজামাম-উল-হক। তিনি ক্রিকেট বিশ্বের তিনি একজন প্রভাবশালী বাক্তি সারা দুনিয়ায় দাওয়াতের মেহনতকারী একজন একনিষ্ট দা'য়ী

. মইন আলী:


বর্তমান ইংলিশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার মইন আলীর পারফরম্যান্স চোখে পড়ার মত। সম্প্রতি ইসলাম ধর্মের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি আমার সুন্নতি দাড়িকে ইসলামের পরিচয় হিসেবে রেখেছি, দাওয়াত হিসাবে রেখেছি। আর ধর্ম আমার কাছে অনেক গুরুত্বপুর্ণ একটা বিষয়। দাওয়াত আমার জীবনের প্রধান টার্গেট

. সোহরাওয়ার্দী শুভ:


বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন। সম্প্রতি দলের একাদশে সুযোগ না আসলেও নিজেকে একজন পরিপুর্ণ মুসলমান হিসেবে সচল রেখেছেন।নিয়মিত এখন তিনি দেশে বিদেশে দাওয়াতের কাজ করেন। তার সাথে ক্রিকেটার রাজিন সালেহ সহ আরো অনেকে কাজ করছেন

. মুশতাক আহমেদ:

মুশতাক আহমেদ পাকিস্তানের বর্তমান বোলিং কোচ এবং পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা বোলার ক্রিকেট থেকে অবসর গ্রহনের পর পরবর্তি জীবনের কথা চিন্তা করে নিজেকে সম্পুর্ণ ইসলামিক ধ্যানধারণায় ঢেলে সনাচিয়ে দদাওয়াতের কাজে মনোনিবেশ করেছেন। তিনি বলেন দাওয়াত এবং ক্রিকেট তার জীবনকে বদলে দিয়েছে


. সাকলাইন মুশতাক:


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহনের পর বৃটেনের গ্রেট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অফ স্পিনার দাওয়াত--ইসলামের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ ভাবে ইসলামিক আইনকানুনে মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। কিছু দিন পূর্বে তিনি বাংলাদেশের জাতীয় দলের কোচ ছিলেন। দাওয়াতের কাজ করেন পুরো পৃথিবীর পথে পান্তরে

. আদিল রাশিদ:


আদিল রাশিদ ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে
খেলেছেন বেশ কিছুদিন। দলে অভিষেক হওয়ার পর সম্প্রতি তাবলীগে লম্বা সফরের মাধ্যমে ইসলামিক নিয়ম কানুন মেনে নিজের জীবন পরিবর্তন করে নিয়েছেন। তার হাতে বিশ্বর জনপ্রিয় বেশ কজন তরুন ইসলামে এসেছেন

১০. ইমরান তাহির:


দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার দলের অন্যতম সেরা বোলার হিসেবে বেশ কিছুদিন অাধিপত্য বিস্তার করেন। এই ক্রিকেটার তার টেস্ট অধিনায়ক হাশিম আমলার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেকে ইসলাম ধর্ম দাওয়াতের কাজের দিকে কঠোরভাবে মনোনিবেশ করেন। এক কথায় বলতে গেলে একনিষ্ট তাবলীগের কাজের দিকে মনোনিবেশ করার পর এই প্রোটিয়া বোলার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেছেন তিনি। তার হাতে অনেক তারকা ইসলামে এসেছেন
দয়ময় মালিক
আমাদেরকেও দ্বীনের মেহনতের জন্য কবুল করে নাও।
মুলঃ সৈয়দ আবদুল্লাহ আনোয়ার


0 comments:

Post a Comment