Thursday, April 23, 2015

মুমিনের কলবকে পরিস্কার করতে হলে ১০টি অভ্যাস দূর করতে হবে-


মুমিনের কলবকে
পরিস্কারে ১০টি অভ্যাস দূর করতে হবে
-

) লোভ । ) দীর্ঘ আশা । ) ক্রোধ। ) গীবত । ) মিথ্যা

) কৃপনতা ) হিংসা  ) রিয়া   ) অহংকার   ) মনোমালিন্য

মুমিন দ্বায়ীর কাজ না করলে ঃ

) কলবে আবরন বা দাগ পরে
) কলবে সন্দেহ সৃস্টি হয়


) কলবে রাগের  সৃস্টি হয়
) কলবে  অবিশ্বাস জন্মায়
) কলবে মহব্বত সৃস্টি হয়
) কলবে ভয়ের সৃস্টি হয় 
) কলবে মোনাফেকী গোপন থাকে 
) কলবে চিন্তার সৃস্টি হয় 
) কলবে ছাপ পড়ে অবুঝ হয়ে যায়
) কলবে দাগ পড়ে পড়ে শুনতে পায় না 
) কলবে কোন এক সময় তালা লেগে যায়

0 comments:

Post a Comment