Thursday, April 23, 2015

মুমিনের কাজসমূহ

মুমিনদের কাজসমূহ 

মুমিনের কাজ হল আল্লাহ ভোলা মানুষেকে তার কাজের স্বরন করিয়ে দেয়া।  এ ছাড়াও তাকে নিয়মিত দ্বায়ী কাজ করতে হবে।

মুমিনদের নিম্মলিখিত গুনগুলি থাকলে দিলে ঈমান পোক্ত  হয়।

) ঈমানিয়াত (খাটি ঈমান দিলে পয়দা করা)
) ইবাদত (নামাজ রোজায় জান পয়দা করা)
) মোয়ামেলা (লেনদেন সঠিক হওয়া)
) মোয়াশারা (কাজকর্ম্  সঠিক হওয়া)
) আখলাক (চরিত্র সুন্দর হওয়া)

৪ টি পাপ থেকে বাঁচা দরকার ঃ

১) কু-ধারনা,
২) কু-দৃষ্টি,
৩) হিংসা -বিদ্বেষ,
৪) অহংকার ও আত্মগর্ব।

৩টি ব্যাধি মানুষের জন্য ধ্বংসাত্বক 

১) রিপুর তাড়না,
২) লোভ-লালসা,
৩) আত্মম্ভরিতা।

মুমিনদের ৪টি বিষয়ের উপর পরিপূ্র্ন্ আমল করতে হবে –                    

ক) আমানিয়াত (দাওয়তের কাজ করতে হবে )
খ) সাদাকাত(সত্য কথা বলতে হবে )
গ) মোয়ামেলা ,মোয়াশেরাত (লেন দেন ঠিক করতে হবে )।

ঘ)  আখলাকিয়াত (চরিত্র সুন্দর করতে হবে ) ।

0 comments:

Post a Comment