আল্লাহর পবিত্র নাম সমূহ
* হযরত আবু হুরাইরা (রাঃ) হইতে বর্ণিত তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন। আল্লাহ তায়ালার ৯৯ টি নাম আছে যে উহা মুখস্ত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে।-মেশকাত শরীফ।
* হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসুলুল্লাহ (স.) বলেছেন যে, নিঃসন্দেহে আল্লাহর ৯৯ নাম রয়েছে। যে ব্যক্তি এসব নামে জিকির করে আল্লাহ তাঁর রহমতের দ্বারা ঐ ব্যক্তিকে বেহেস্তে প্রবেশ করাবেন।
আল্লাহর পবিত্র নাম সমূহ নীচের ভিডিও দেখে মুখস্ত করুন এবং প্রত্যহ কমপক্ষে ১ বার তেলাওয়াত করুন।
* হযরত আবু হুরাইরা (রাঃ) হইতে বর্ণিত তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন। আল্লাহ তায়ালার ৯৯ টি নাম আছে যে উহা মুখস্ত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে।-মেশকাত শরীফ।
* হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসুলুল্লাহ (স.) বলেছেন যে, নিঃসন্দেহে আল্লাহর ৯৯ নাম রয়েছে। যে ব্যক্তি এসব নামে জিকির করে আল্লাহ তাঁর রহমতের দ্বারা ঐ ব্যক্তিকে বেহেস্তে প্রবেশ করাবেন।
* রাসুলুল্লাহ
(স.) এরশাদ করেছেন, কারো
কোন বিপদ, দুচিন্তা ইত্যাদি
উপস্থিত হলে আল্লাহ তায়ালার
পবিত্র নাম সমুহ পাঠ
করে দোয়া করবে।
আল্লাহ তায়ালা তার বিপদাপদ
দুর করবেন, উহার পরিবর্তে
তাকে শান্তি ও সমৃদ্ধি
দান করবেন।
আল্লাহর পবিত্র নাম সমূহ নীচের ভিডিও দেখে মুখস্ত করুন এবং প্রত্যহ কমপক্ষে ১ বার তেলাওয়াত করুন।
আল্লাহ তায়ালার ৯৯ টি নাম / Allah 99
name
0 comments:
Post a Comment