দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Thursday, December 19, 2013

ড. শ্রী শক্তি স্বরুপজী’র ইসলাম গ্রহণ

ড. শ্রী শক্তি স্বরুপজী’র ইসলাম গ্রহণ ডিসেম্বর ১৯, ২০১৩ লিখেছেন রাসেল ইউসুফী ড. ইসলামুল হক এর কথা অনেকেই হয়তো জানেন। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তাঁর নাম ছিল ড. শ্রী শক্তি স্বরুপজী মহারাজ উদাশেন ধর্মাচার্য উদয় শক্তি, যিনি আচার্য মহান্ত ড. স্বরুপজী মহারাজ নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন ভারতের বিখ্যাত হিন্দু পন্ডিত। ড.স্বরুপজী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হতে ডিভিনিটি এবং ওরিয়েন্টালিজম-এই দু’বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ইংরেজি,...