দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Friday, November 28, 2014

বেহেশত কি?

আসলে বেহেশত কি? হযরত আবু হোরায়রা (রা.) বর্ণনা করেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল! বেহেশত কিসের তৈরি?  উত্তরে হুজুর (সা.) এরশাদ করেন, একটি স্বর্ণের ইট, একটি রৌপ্যের ইট এবং প্রাসাদ তৈরির উপকরণ (যার দ্বারা ইটগুলোকে পরস্পর গাঁথা হয়েছে) তীব্র সুবাসযুক্ত কস্তুরী, তার ইট, মোতি ও ইয়াকুত এবং তার মাটি জাফরান। যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে নিয়ামতের মধ্যে থাকবে। সে কখনো কোনো বস্তুর মুখাপেক্ষী হবে না, অনন্ত জীবনের...

Tuesday, November 25, 2014

ঘুমানোর ইসলামী বিধান

ঘুমানোর ইসলামী বিধান মাওলানা সেলিম হোসাইন আজাদী রসুল (সা.) সব সময় ডান পাশ হয়ে ডান হাতের তালুর ওপর মুখমণ্ডলের অংশ বিশেষ (গাল) রেখে কিবলামুখী হয়ে শয়ন করতেন। এর কারণ অজানা নয়। বুকের বাম পাশে হৃৎপিণ্ডের অবস্থান। চিকিৎসকরা সব সময় হৃৎপিণ্ডের ওপর চাপ প্রয়োগে নিষেধ করেছেন। সুতরাং কেউ বাম পাশ হয়ে শয়ন করলে স্বাভাবিকভাবেই তার হৃৎপিণ্ডের ওপর চাপ পড়বে। রসুল (সা.) ঘুমানোর আগে এক খণ্ড বস্ত্র দিয়ে তিনবার তার বিছানা পরিষ্কার করে নিতেন যাতে কোনো বিষাক্ত পোকামাকড় তাকে কামড়ানোর সুযোগ না পায়। আমাদের আজ ভাবতে অবাক লাগে ১৪০০ বছর আগে যখন আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল...