দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Monday, May 30, 2016

রাসূল(সাঃ) কেন এত বিয়ে করেছিলেন??

রাসূল(সাঃ) কেন এত বিয়ে করেছিলেন?? মুসলিমদের আঘাত করার খুব ভাল একটা বিষয় হল- তারা রাসূল(সাঃ) এর বিয়ে নিয়ে আজে বাজে কথা বলে। কেউ বলে, তিনি এত বিয়ে কেন করেছেন যেখানে কুরআন এ সর্বোচ্চ চারটি বিয়ের কথা বলা হয়েছে?? কেউ বলে এটা দ্বারা তিনি তার যৌনক্ষুধা মিটিয়েছেন (নাউযুবিল্লাহ)। কেউ বলে সবার জন্য হারাম করে নিজের জন্য হালাল করেছেন। এমন উদ্ভট আজগুবি প্রশ্ন করে ইসলামকে ছোট করে আর যে সব মুসলিমের ঈমাণ দুর্বল তাদের ঈমাণ আরও দূর্বল হয়ে যায়। এই লেখায় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই নোট পড়ার আগে, এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। তাতে বুঝতে পারবেন...

"মুসলমানরা কি আসলে সন্ত্রাস করে"

"মুসলমানরা কি আসলে  সন্ত্রাস করে" জার্মানির এক টিভি লাইভশোতে একজন জার্মান মুসলিম স্কলারকে যখন উপস্থাপক প্রশ্ন করেছিলেন, "মুসলমানরা কেন সন্ত্রাস করে"? তখন তিনি উক্ত প্রশ্নের জবাব এভাবে উল্টো প্রশ্নের মাধ্যমে দিয়েছিলেন:- ১. যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল? ২. যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল? ৩.যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা...

জিকিরের ফজিলত ও জেনে নেই 10 জিকিরে জান্নাত নিশ্চিত

জিকিরের ফজিলত ও জেনে নেই 10 জিকিরে জান্নাত নিশ্চিত  জিকিরের ফজিলত:  পবিত্র কোরআনের তাগিদ “হে ঈমানদার গণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর”(সুরা আহযাব – ৪১) । “তারাই জ্ঞানী ব্যক্তি যারা দাড়ানো বসা এবং শোয়া অবস্থায় তথা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ    করে ” (সুরা আল ইমরান – ১৯১)।    “অতঃপর তোমরা যখন নামায সম্পন্ন কর তখন দন্ডায়ামান, উপবিষ্ঠ ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর” (সুরা নিসা ১৪২)। “তুমি স্বীয় অন্তকরণে তোমার প্রতিপালককে স্মরণ কর বিনয়ের...