দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Tuesday, January 24, 2017

হিজরতের পুরস্কার

হিজরতের পুরস্কার হিজরত শব্দের অর্থ হলো দেশ ত্যাগ করা।  হিজরতের আদেশ সব নবীর জন্য ছিল।     হজরত ইব্রাহিম (আ:), হজরত ইউনূছ (আ:),  হজরত লুত (আ:), হজরত মূসা (আ:) ও হজরত মুহাম্মদ সা: হিজরত করেছেন। ইরশাদ হয়েছে, ‘আমি মূসার কাছে এ মর্মে ওহি পাঠিয়েছি, তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায়ই এ দেশ ছেড়ে চলে যাও এবং তুমি ওদের জন্য একটি সড়ক বানিয়ে নাও, পেছন থেকে কেউ তোমাকে ধাওয়া করবে এ আশঙ্কা তুমি করো না’।(সূরা ত্বা-হা, আয়াত:৭৭)। ফেরাউনের অত্যাচারে...

Sunday, January 15, 2017

জান্নাতের হুররা - কেমন হবে

কেমন হবে - জান্নাতের হুররা  জান্নাতে হুর-গেলমানের বিষয়টি ইসলামে স্বীকৃত। তাদের দৈহিক আকার আকৃতি নিয়ে নানা মত রয়েছে। তবে অধিকাংশ সহীহ বর্ণনা মতে, হুর হবে নিম্নরূপ: ১) জান্নাতের অন্যান্য নিয়ামতের ন্যায় হুরে ঈনও একটি নিয়ামত হবে। ২) কোন কোন হুরে ইন ইয়াকুত ও মুক্তার ন্যায় লাল হবে। ৩) অতুলনীয় সুন্দরী সাথে সাথে হুরে ইনরা সতীত্ব ও লজ্জাশীলতায়ও নিজেরা নিজেদের তুলনীয় হবে। ৪) মানব হুরদেরকে ইতিপূর্বে অন্য কোন মানুষ স্পর্শ করেনি। জ্বিন হুরদেরকেও্ ইতিপুর্বে কোন জ্বীন স্পর্শ করেনি। আল্লাহ তায়ালা বলেন, ‘তথায় থাকবে আয়তনয়না রমণীগণ।...