দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Tuesday, February 27, 2018

খ্রিস্টান অপকৌশল থেকে সাবধান

খ্রিস্টান  অপকৌশল থেকে সাবধান ইহুদি খৃষ্টানরা মুসলমানদের প্রকাশ্য দুশমন। আমাদের প্রিয় নবী থেকে এযাবতকাল তারা আমাদের বিরুদ্ধে সর্বপ্রকার গোপনীয় ও প্রকাশ্য দুশমনি করে আসছে। এ দুশমনি থেকে আমাদের েএবং আমাদের পরবর্তী প্রজম্মকে রক্ষার সর্বাত্বক প্রচেষ্টা চালাতে হবে, কৌশলী হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে সাহায্য চেয়ে যেতে হবে। এব্যপারে বিজ্ঞ আলেম এবং ইসলামপ্রিয় কিছু ভাইয়ের সুপারিশ নিম্মে তুলে ধরা হল। ভূমিকা বিসমিল্লাহির রাহমানির রাহীম সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, যিনি সৃষ্টিকুলের রব, আর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী ও রাসূল মুহাম্মাদ...