দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Sunday, March 23, 2014

মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত

মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত মুফতি শামসুর রহমান পোরশা : মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নাত। বিভিন্ন হাদিস শরীফে মিসওয়াক করার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ তা‘আলা তাঁর রাসূল হযরত মুহাম্মাদ (সা.) কে বেশি বেশি মিসওয়াক করার নির্দেশ দিয়েছেন। যেমন হাদিস শরীফে হযরত আবু উমামা বাহেলী (রাযি.) থেকে বর্ণিত হয়েছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন, ‘যখনই জিবরাঈল (আ.) আমার নিকট আসতেন, তখনই আমাকে মিসওয়াক করার জন্য আদেশ দিতেন।...

Tuesday, March 11, 2014

পরোপকার মহৎ গুণ

পরোপকার মহৎ গুণ পরোপকার মহৎ গুণ একটি বহুল প্রচলিত প্রবচন। কম-বেশি যেকোনো স্তরের শিক্ষিত মাত্রই এ বাণীটি পড়েন, জানেন, অন্তত শুনে থাকেন। বাণীটি বাংলা ভাষায় সহজে বোধগম্য একটি বাক্য। কিন্তু সমাজের দিকে তাকালে মনে হয়, যারা এ বাক্যটির সাথে পরিচিত তারা শুধু বাক্যটি জানেন, অর্থ বোঝেন না বা বাস্তবায়ন অযোগ্য মনে করেন। ধরুন, রাস্তায় কারো মোবাইল, টাকা-পয়সা বা গয়নাগাটি পড়ে গেল। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে তা হাওয়া হয়ে যাবে। মালিক খোঁজার জন্য ফিরে এলেও তা না পাওয়ার গ্যারান্টি শতভাগ। অথচ এ ক্ষেত্রে চিত্রটি যদি এ রকম হতো যে, পড়ে যাওয়া বস্তুটি দিনের...

কী জবাব দেব আল্লাহর কাছে

কী জবাব দেব আল্লাহর কাছে ইসলাম পরম দয়াময় আল্লাহর মনোনীত একমাত্র ধর্র্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি। তাই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। শাব্দিক অর্থে ইসলাম কোনো ধর্ম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যা অন্য ধর্মে নেই। ইসলাম ধর্মের তথা ইসলামী জীবন ব্যবস্থার সংবিধান আল্লাহতায়ালা প্রেরিত মহাগ্রন্থ আল-কোরআন। এতে আছে জীবজগতের সব নীতিবিধান। আছে সর্বকালের সব সমস্যার সমাধান। আইয়ামে জাহেলিয়াতের যুগে আরবের অসভ্য বর্বর জাতি আল কোরআনের আলোকে আলোকিত হয়েছিল। আজ আমাদের দেশের ১৬ কোটি মানুষের প্রায় ৯০ শতাংশ আল কোরআনের অনুসারী। এদের ভেতর আমরা লাখ...

চির বসন্তের স্বাদ মন ভরে উপভোগ করে আল্লাহপ্রেমিক

চির বসন্তের স্বাদ মন ভরে উপভোগ করে আল্লাহপ্রেমিক মাহমুদ আহমদ সুমন প্রকাশ : ০৭ মার্চ, ২০১৪ ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ছয় ঋতুর সবচেয়ে দৃষ্টিগ্রাহ্য ঋতু বসন্ত। তাইতো বসন্তকে বলা হয় ঋতুরাজ। কবির ভাষায়, ‘আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে, কত পাখি ডাকে’। যদিও ফুল সব ঋতুতেই ফোটে আর সব ঋতুতেই পাখি গায়। কিন্তু বসন্তে ফুলের রং, বাহার যেমন ভিন্ন হয় তেমনি বসন্তদূত কোকিলের কুহুতানও যেন ভিন্ন এক প্রকৃতিকে উপহার দেয়। বসন্ত এলে প্রকৃতিতে লাগে রং বদলের ছোঁয়া আর পাতা ঝরার দিন শেষ হয়ে যায়। ধূসর প্রকৃতির ঠোঁটে ফোটে হাসি। প্রকৃতি যেন ফিরে পায় নতুন জীবন।...

সৎ ব্যবসায়ী হাশরের দিন নবী সিদ্দিক ও শহীদদের দলে থাকবেন

সৎ ব্যবসায়ী হাশরের দিন নবী সিদ্দিক ও শহীদদের দলে থাকবেন আল্লাহপাক ইরশাদ করেন, হে মুমিনরা! আমি তোমাদের যা কিছু দান করেছি তা থেকে হালাল বস্তুগুলো ভক্ষণ কর এবং আল্লাহপাকের শোকর আদায় কর যদি তোমরা তারই ইবাদত করে থাক। হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন  হালাল সম্পদ কামাই করা ফরজের পর ফরজ। অত্র হাদিস আল্লামা বায়হাকী হজরত আবদুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণনা করেছেন। হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী,...