Tuesday, March 11, 2014

কী জবাব দেব আল্লাহর কাছে

কী জবাব দেব আল্লাহর কাছে
ইসলাম পরম দয়াময় আল্লাহর মনোনীত একমাত্র ধর্র্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি। তাই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। শাব্দিক অর্থে ইসলাম কোনো ধর্ম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যা অন্য ধর্মে নেই। ইসলাম ধর্মের তথা ইসলামী জীবন ব্যবস্থার সংবিধান আল্লাহতায়ালা প্রেরিত মহাগ্রন্থ আল-কোরআন। এতে আছে জীবজগতের সব নীতিবিধান। আছে সর্বকালের সব সমস্যার সমাধান। আইয়ামে জাহেলিয়াতের যুগে আরবের অসভ্য বর্বর জাতি আল কোরআনের আলোকে আলোকিত হয়েছিল। আজ আমাদের দেশের ১৬ কোটি মানুষের প্রায় ৯০ শতাংশ আল কোরআনের অনুসারী। এদের ভেতর আমরা লাখ লাখ নায়েবে রাসূল (সা.), আশেকে রাসূল (সা.), আওলাদে রাসূল (সা.), মুজাদ্দিদ, হাজী, গাজী ও বিশ্ব ইজতেমা অনুসারী থাকা সত্ত্বেও সব ধরনের ন্যায়নীতি, নৈতিকতা, সততা, মানবিকতা, মনুষ্যত্ব বোধ, শ্রদ্ধাবোধবিবর্জিত অবাধ ভোগবাদী সমাজে আজ হিংসা-প্রতিহিংসা, মারামারি, হানাহানি, খুন, গুম, অপহরণ, সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অপ্রতিহত শোষণ, জনগণের সম্পদ লুটপাট, জ্বালাও, পোড়াও, ভেজাল, নকল, ওষুধ খাদ্যসামগ্রী, বিষ মিশ্রিত খাদ্যদ্রব্য, চোরাকারবারি, মজুদদারি, মুনাফাখোরি, কালোবাজারি, মাদক ব্যবহার আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগকেও ছাড়িয়ে গেছে। অথচ আমরা যদি সুচিন্তিত, সুপরিকল্পিত এবং আন্তরিকভাবে দক্ষতা, বিচক্ষণতার সঙ্গে নিরলসভাবে নিঃস্বার্থভাবে নিজেদের শক্তি সামর্থ্য, শ্রম, মেধা ও সময় ব্যয় করতাম তাহলে এ দেশে প্রতিষ্ঠিত হতো আল কোরআনের আলোকে আলোকিত ইসলামী জীবনব্যবস্থা। দেশে আজ এমন অবস্থা হতো না। তাই ভাবছি কি জবাব দেব কাল হাশরের ময়দানে আল্লাহর দরবারে।
সূত্র - মোহাম্মদ আবুল হাসেম,  দৈনিক যুগান্তর।

0 comments:

Post a Comment