Hatim 4 – কুরআন শোনা, পড়া এবং মুখস্থ করার জন্য অনন্য সফটওয়্যার
কুরআন শোনা, পড়া এবং মুখস্থ করার জন্য
দারুন সেরা এক অসাধারন সফটওয়্যার
সত্যিই - Hatim 4-একটি কুরআন শোনা, পড়া এবং মুখস্থ করার জন্য দারুন সফট্ওয়্যার।
আধুনিক এই যুগে কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামীনের এক বিশেষ দান। আর এই দানকে কাজে লাগানো যায় অনেক ধরনের ভালো কাজে। hasenat.net একটি তুরস্কের ওয়েবসাইট। তাদেরকে আল্লাহ কবুল করুন। তাদের পরিশ্রমের প্রতি লক্ষ করলে, কৃতজ্ঞতা স্বীকার না করে পারা যায় না। নবীজি (সাঃ) বলেছেন, যে ব্যক্তি বান্দার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনা, সে আল্লাহর রাব্বুল আলামীনেরও প্রতি কৃতজ্ঞ হতে পারে না।
আপনার কম্পিউটারে যদি Zekr ইনস্টল করা থাকে, তাহলে এগুলো পাশাপাশি Hatim 4 সফটওয়্যারটি ইনস্টল করে রাখুন।

Hatim 4 এর বৈশিষ্ট্য সমূহঃ
এর অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরা হল।








Hatim 4 – এর একটি ভিডিও টিউটোরিয়ালঃ
Hatim 4 ডাউনলোড করার কিছু নিয়মাবলিঃ
Hatim 4 সফট্ওয়্যারটি ১.২৫জিবি বা ১৩০০এমবি। সফটওয়্যারটির সাইজ এতো বড় হওয়ার কারনে, সফট্ওয়্যার ডেভেলাপররা এই সফট্ওয়্যারটি সহজে ডাউনলোড করার জন্য একে সাত ভাগে ভাগ করেছেন(এটা ভাববেন না যে এতো বড় হলো কেন, কারন ৩০পারা কুরআনের তেলওয়াত রয়েছে)। প্রথম ছয়টি রার ফাইল ২০০এমবি এবং শেষেরটি ৮০.১এমবি। চলুন সফট্ওয়্যারটি ডাউনলোড করি
আসুন এখান থেকে লিঙ্কটি থেকে ডাউনলোড করি।
Part1 থেকে Part7 সম্পূর্ন ডাউনলোড সম্পন্ন হলে Hatim4Setup-Part1 রার ফাইলটি Extract করুন, শুধুমাত্র একটি Setup ফাইল দেখাবে.....................ইনস্টল করুন এবং উপভোগ করুন। আল্লাহ আমাদের চেষ্টা কবুল করুন।(আমীন)
নিচের ছবিতে দেখুন..................
শেয়ার করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন
নবীজি (সাঃ) বলেছেন, যে ব্যক্তি বান্দার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনা, সে আল্লাহর রাব্বুল আলামীনেরও প্রতি কৃতজ্ঞ হতে পারে না। আর তাই টিউনটি শেয়ার করুন আপনার ফেসবুক প্রোফাইলে, আপনার সকল ফেসবুক পেইজে, আপনার ফেসবুক গ্রুপে, টুইটারে আর ব্লগে। তবে অব্যশ্যই টিউনে কোন রকম পরিবর্তন না করে এবং টিউনারের নাম ও টেকটিউনসের লিংক প্রকাশ করে।
সূত্র - মুহাম্মদ জিয়া, টেক্ টিউন থেকে সংগৃহীত।
0 comments:
Post a Comment