দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী

“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০

দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ

হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০

নামাজ বেহেস্তের চাবি

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।

কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Sunday, January 24, 2016

ওজনে ফাঁকির পরিণতি

ওজনে ফাঁকির পরিণতি

ব্যবসায় বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে পরিমাণ ওজনে কমবেশি করা বা ঠকানোর মাধ্যমে জীবিকা উপার্জন একটি জঘন্য অপরাধ মানুষ মাত্রাতিরিক্ত লোভ অল্পে তুষ্ট না হওয়ার কারণে অবৈধপন্থায় উপার্জনের পেছনে ছুটে থাকে পবিত্র কুরআন হাদিসে এহেন কর্মকে নিষিদ্ধ, নিন্দনীয় পরকালীন দুর্ভোগের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ বলেন, ‘যারা মাপে কম দেয়, তাদের জন্য দুর্ভোগ 

এরা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণমাত্রায় নেয় এবং যখন মেপে দেয় তখন কম করে দেয় তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে? সেই মহা দিবসে যেদিন মানুষ দণ্ডায়মান হবে বিশ্বপালকের সম্মুখে’ (সূরা মুতাফফিফিন : -)

Wednesday, January 20, 2016

জিকির ফজিলতপূর্ণ ইবাদত

জিকির ফজিলতপূর্ণ ইবাদত


জিকির হলো সবচেয়ে সহজ অথচ সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইবাদত পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, ‘হে মানুষ, তোমরা যারা ইমান এনেছ, তোমরা আল্লাহতায়ালাকে বেশি বেশি স্মরণ কর, সকাল-সন্ধ্যায় তোমরা তাঁর পবিত্রতা ঘোষণা কর’ (সুরা আল আহজাব : ৪১-৪২)

মাছের জন্য যেমন পানি দরকার অনুরূপ অন্তরের জন্য জিকির আবশ্যক জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ করা যায় তার নিকটবর্তী হওয়া সন্তুষ্টি পাওয়া যায়  জিকিরের মাধ্যমে অন্তরের দুঃখ-বেদনা দুশ্চিন্তা দূর হয় অন্তর জীবিত থাকে, তাতে শক্তি পরিচ্ছন্নতা সৃষ্টি হয় অন্তরের মধ্যে যে শূন্যতা অভাব থাকে আল্লাহর জিকির ছাড়া তা দূর হয় না একইভাবে অন্তরের মধ্যে যে কঠোরতা আছে আল্লাহর জিকির ছাড়া তা নম্র হবে না জিকির হচ্ছে অন্তরের আরোগ্য পথ্য এবং শক্তি জিকিরের আনন্দ-স্বাদের তুলনায় কোনো আনন্দ নেই, কোনো স্বাদ নেই অন্তরের রোগ হচ্ছে জিকির থেকে উদাসীনতা

Friday, January 15, 2016

তাবলিগের মেহনত চলুক জীবনভর

তাবলিগের মেহনত চলুক জীবনভর


তুরাগ তীরে বয়ে চলেছে মানব ঢেউ। এ ঢেউকে বলা যায় প্রশান্তির ঢেউ। মানব আত্মা যা উদ্্গিরণ করে তাই হয় প্রশান্তিময়। মানুষকে আত্মাওয়ালা বানানোর মেহনত করে তাবলিগ-জামাত। জিন্দা আত্মা মানুষের এই মিলন বিশ্ব ইজতেমা চলবে দুই দফায় ৬ দিন। কিন্তু এর দাওয়াতি কার্যক্রম চলবে কিয়ামততক। জেনে নেয়া যাক, তাবলিগের আদ্যোপান্ত।


তাবলিগ মানে প্রচার করা, প্রসার করা, পৌঁছে দেওয়া, দাওয়াত দেওয়া। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াহ’Ñ ‘আমার পক্ষ থেকে একটি বাণী হলেও প্রচার করো।’ (বুখারি।)

Thursday, January 7, 2016

দাওয়াতে তাবলিগ ইসলামের অনন্য বৈশিষ্ট্য - কি এবং কেন তাবলিগ

কেন তাবলিগ করব -দাওয়াতে তাবলিগ ইসলামের অনন্য বৈশিষ্ট্য

আতাউর রহমান কাবুল   

দাওয়াতের অর্থ হলো আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। আর তাবলিগ হচ্ছে আল্লাহর এবাদতের দিকে মানুষকে আহ্বান করা। 'তাবলিগ' শব্দের আভিধানিক অর্থ প্রচার, প্রসার, ইসলামের দাওয়াত, বয়ান ও প্রচেষ্টা করা বা পৌঁছানো ইত্যাদি। 

Monday, January 4, 2016

বিশ্ব ইজতেমায় কার খিত্তা কোথায়

বিশ্ব ইজতেমায় কার খিত্তা কোথায়?

আগামী জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশের ১৭টি জেলার মুসল্লিরা অংশ নেবেন ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপে অংশ নেবেন ১৬টি জেলার মুসল্লিরা প্রত্যেক জেলার মুসল্লিদের জন্য আলাদা আলাদা খিত্তার (থাকার জায়গা) ব্যবস্থা থাকবে

আগামী শুক্রবার বাদ ফজর আম বয়ানের  মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন ঢাকা জেলার একাংশসহ নারায়ণগঞ্জ, শেরপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লক্ষ্মীপুর, সিলেট, নড়াইল, মাগুরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা ঝালকাঠির সদস্যরা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে তা শেষ হবে ১০ জানুয়ারি
১৫ জানুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন ঢাকা জেলার একাংশসহ নেত্রকোনা, ফরিদপুর, জামালপুর, নরসিংদী, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া, ঠাকুরগাঁও, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা পিরোজপুরের সদস্যরা দ্বিতীয় ধাপ ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি
আর পরের বছর এসব জেলা বাদে বাকি জেলাগুলোর মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন ২০১৭ সালে অংশ নেবেন কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল বরগুনা জেলার সদস্যরা
১৯৬৭ সাল থেকে ঢাকার টঙ্গীর তুরাগ তীরে নিয়মিত ইজতেমা হচ্ছে জনসংখ্যা বেড়ে যাওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে ৬৪ জেলার সদস্যরা ইজতেমায় যোগ দিতেন তবু স্থান সংকুলান না হওয়ায় বছর থেকে দুই পর্বে ৩২ জেলার সদস্যদের জন্য ইজতেমার আয়োজন হবে পরের বছর হবে বাকি ৩২ জেলার জন্য
কার খিত্তা কোথায়: প্রথম ধাপে অংশ নেয়া ১৭ জেলার মুসল্লিদের মধ্যে ঢাকা জেলা থেকে নং খিত্তায়, শেরপুর নং খিত্তা, নারায়ণগঞ্জ ১১ নং খিত্তা, নীলফামারী নং খিত্তা, সিরাজগঞ্জ ১০ নং খিত্তা, নাটোর ১২ নং খিত্তা, গাইবান্ধা ১৩ নং খিত্তা, লক্ষীপুর ১৪ ১৫ নং খিত্তা, সিলেট ১৬ ১৭ নং খিত্তা, চট্টগ্রাম ১৮ ১৯ নং খিত্তা, নড়াইল ২০ নং খিত্তামাদারীপুর ২১ নং খিত্তা, ভোলা ২২ ২৩ নং খিত্তা, মাগুড়া ২৪ নং খিত্তা, পটুয়াখালী ২৫ নং খিত্তা, ঝালকাঠি ২৬ নং খিত্তা এবং পঞ্চগড় ২৭ নং খিত্তা
এছাড়া ১৫ জানুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নেবে ১৬ জেলার মুসল্লিরা তাদের মধ্যে ঢাকা জেলা থেকে নং খিত্তা, ঝিনাইদহ নং খিত্তা, জামালপুর ১১ নং খিত্তা, ফরিদপুর ১০ নং খিত্তা, নেত্রকোনা ১২ ১৩ নং খিত্তা, নরসিংদী ১৪ ১৫ নং খিত্তা, কুমিল্লা ১৬ ১৮ নং খিত্তা, কুড়িগ্রাম ১৭ নং খিত্তা, রাজশাহী ১৯ ২০ নং খিত্তা, ফেনী ২১ নং খিত্তা, ঠাকুরগাঁও ২২ নং খিত্তা, সুনামগঞ্জ ২৩ নং খিত্তা, বগুড়া ২৪  ২৫ নং খিত্তা, খুলনা ২৬ ২৭ নং খিত্তা, চুয়াডাঙ্গা ২৮ নং খিত্তা এবং পিরোজপুর ২৯ নং খিত্তা
প্রতিবছর তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার আয়োজন হয় ইজতেমায় তাবলিগ জামাতের দেশি-বিদেশি সাথীরা অংশ নেন বয়ান করেন সংগঠনটির শীর্ষ আলেমরা প্রতিবছরই সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা মাঠের যাবতীয় আয়োজন ব্যবস্থাপনা সম্পন্ন হয়
ইজতেমায় যান চলাচল পার্কিং নিষেধাজ্ঞা:
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা উপলক্ষে বুধবার ( জানুয়ারি) হতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহত্তর জেলাসমূহের ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ থাকবে এছাড়া দুই পর্বের আখেরী মোনাজাতের দিন গাজীপুরে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকবে
গাজীপুর জেলা তথ্য অফিসার মো. নূরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারী ১৭ জানুযারী আখেরি মোনাজাতের দিন সকাল টা থেকে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাঝুখান ব্রিজ হতে স্টেশনরোড ওভার ব্রিজ পর্যন্ত এবং টঙ্গীর কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ থাকবে
এদিকে পন্টুন ব্রিজ নির্মাণ মুসুল্লীদের চলাচলের সুবিধার্থে কামার পাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদীর সকল প্রকার নৌযান চলাচল নোঙ্গর করা জানুয়ারী মঙ্গলবার থেকে ১৭ জানুয়ারী বন্ধ থাকবে প্রয়োজনে নৌযানসমূহ টঙ্গী ব্রিজের পূর্ব পাশে এবং কামার পাড়া সেতুর উত্তর পাশে নোঙ্গর করতে পারবে
গাড়ী পার্কিংইজতেমা চলাকালীন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা হয়ে আগত মুসুল্লীদের বহনকারী যানবাহন পার্কিং এর জন্য ১০ জানুয়ারী সকাল টা থেকে মহাসড়ক পরিহার করে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল কম্পাউন্ট, মেঘনা টেক্সটাইল মিলের পাশে রাস্তার উভয় পাশে শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ প্রাঙ্গন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টিআইসি মাঠ, ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠ, চান্দনা চৌরাস্তা হাই স্কুল মাঠ, তেলিপাড়া ট্রাক স্ট্যান্ড এবং নরসিংদী কালীগঞ্জ হয়ে আগত মুসুল্লীদের বহনকারী যানবাহন টঙ্গীর কে-টু নেভী সিগারেট ফ্যাক্টরী সংলগ্ন খোলা স্থানে গাড়ী পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে
জানুয়ারী সন্ধ্যা টা থেকে উল্লেখিত সড়ক পরিহার করে বৃহত্তর জেলাসমূহ হতে ঢাকাগামী সকল যানবাহন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী হয়ে ডিএমপি এলাকায় প্রবেশের পরিবর্তে চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, কালিয়াকৈর চন্দ্রা, বাইপাইল, নবীনগর, আমিন বাজার হয়ে চলাচল করার নির্দেশ দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ইজতেমা চলাকালে নামাজের সময় তুরাগ নদীর পশ্চিম পাড়ে ইমামের সামনে না দাড়িয়ে পেছনে দাড়িয়ে নামাজ আদায় করার নির্দেশ্য দেওয়া হয়েছে এবারের দুই পর্বে বিশ্ব ইজতেমায় দেশী বিদেশী ৩০ থেকে ৩৫ লাখ ধর্মপ্রাণ মুসুল্লী অংশগ্রহন করবে বলে আশা করা হচ্ছে
(মো: মিলটন খন্দকার, গাজীপুর) আগামী জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশের ১৭টি জেলার মুসল্লিরা অংশ নেবেন ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপে অংশ নেবেন ১৬টি জেলার মুসল্লিরা প্রত্যেক জেলার মুসল্লিদের জন্য আলাদা আলাদা খিত্তার (থাকার জায়গা) ব্যবস্থা থাকবে
আগামী শুক্রবার বাদ ফজর আম বয়ানের  মধ্যে দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন ঢাকা জেলার একাংশসহ নারায়ণগঞ্জ, শেরপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লক্ষ্মীপুর, সিলেট, নড়াইল, মাগুরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা ঝালকাঠির সদস্যরা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে তা শেষ হবে ১০ জানুয়ারি
১৫ জানুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন ঢাকা জেলার একাংশসহ নেত্রকোনা, ফরিদপুর, জামালপুর, নরসিংদী, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া, ঠাকুরগাঁও, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা পিরোজপুরের সদস্যরা দ্বিতীয় ধাপ ১৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ জানুয়ারি
আর পরের বছর এসব জেলা বাদে বাকি জেলাগুলোর মুসল্লিরা ইজতেমায় অংশ নেবেন ২০১৭ সালে অংশ নেবেন কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল বরগুনা জেলার সদস্যরা
১৯৬৭ সাল থেকে ঢাকার টঙ্গীর তুরাগ তীরে নিয়মিত ইজতেমা হচ্ছে জনসংখ্যা বেড়ে যাওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে ৬৪ জেলার সদস্যরা ইজতেমায় যোগ দিতেন তবু স্থান সংকুলান না হওয়ায় বছর থেকে দুই পর্বে ৩২ জেলার সদস্যদের জন্য ইজতেমার আয়োজন হবে পরের বছর হবে বাকি ৩২ জেলার জন্য
কার খিত্তা কোথায়: প্রথম ধাপে অংশ নেয়া ১৭ জেলার মুসল্লিদের মধ্যে ঢাকা জেলা থেকে নং খিত্তায়, শেরপুর নং খিত্তা, নারায়ণগঞ্জ ১১ নং খিত্তা, নীলফামারী নং খিত্তা, সিরাজগঞ্জ ১০ নং খিত্তা, নাটোর ১২ নং খিত্তা, গাইবান্ধা ১৩ নং খিত্তা, লক্ষীপুর ১৪ ১৫ নং খিত্তা, সিলেট ১৬ ১৭ নং খিত্তা, চট্টগ্রাম ১৮ ১৯ নং খিত্তা, নড়াইল ২০ নং খিত্তামাদারীপুর ২১ নং খিত্তা, ভোলা ২২ ২৩ নং খিত্তা, মাগুড়া ২৪ নং খিত্তা, পটুয়াখালী ২৫ নং খিত্তা, ঝালকাঠি ২৬ নং খিত্তা এবং পঞ্চগড় ২৭ নং খিত্তা
এছাড়া ১৫ জানুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশ নেবে ১৬ জেলার মুসল্লিরা তাদের মধ্যে ঢাকা জেলা থেকে নং খিত্তা, ঝিনাইদহ নং খিত্তা, জামালপুর ১১ নং খিত্তা, ফরিদপুর ১০ নং খিত্তা, নেত্রকোনা ১২ ১৩ নং খিত্তা, নরসিংদী ১৪ ১৫ নং খিত্তা, কুমিল্লা ১৬ ১৮ নং খিত্তা, কুড়িগ্রাম ১৭ নং খিত্তা, রাজশাহী ১৯ ২০ নং খিত্তা, ফেনী ২১ নং খিত্তা, ঠাকুরগাঁও ২২ নং খিত্তা, সুনামগঞ্জ ২৩ নং খিত্তা, বগুড়া ২৪  ২৫ নং খিত্তা, খুলনা ২৬ ২৭ নং খিত্তা, চুয়াডাঙ্গা ২৮ নং খিত্তা এবং পিরোজপুর ২৯ নং খিত্তা
প্রতিবছর তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার আয়োজন হয় ইজতেমায় তাবলিগ জামাতের দেশি-বিদেশি সাথীরা অংশ নেন বয়ান করেন সংগঠনটির শীর্ষ আলেমরা প্রতিবছরই সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা মাঠের যাবতীয় আয়োজন ব্যবস্থাপনা সম্পন্ন হয়
ইজতেমায় যান চলাচল পার্কিং নিষেধাজ্ঞা:
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা উপলক্ষে বুধবার ( জানুয়ারি) হতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহত্তর জেলাসমূহের ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ থাকবে এছাড়া দুই পর্বের আখেরী মোনাজাতের দিন গাজীপুরে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকবে
গাজীপুর জেলা তথ্য অফিসার মো. নূরুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারী ১৭ জানুযারী আখেরি মোনাজাতের দিন সকাল টা থেকে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাঝুখান ব্রিজ হতে স্টেশনরোড ওভার ব্রিজ পর্যন্ত এবং টঙ্গীর কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ থাকবে
এদিকে পন্টুন ব্রিজ নির্মাণ মুসুল্লীদের চলাচলের সুবিধার্থে কামার পাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদীর সকল প্রকার নৌযান চলাচল নোঙ্গর করা জানুয়ারী মঙ্গলবার থেকে ১৭ জানুয়ারী বন্ধ থাকবে প্রয়োজনে নৌযানসমূহ টঙ্গী ব্রিজের পূর্ব পাশে এবং কামার পাড়া সেতুর উত্তর পাশে নোঙ্গর করতে পারবে
গাড়ী পার্কিংইজতেমা চলাকালীন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা হয়ে আগত মুসুল্লীদের বহনকারী যানবাহন পার্কিং এর জন্য ১০ জানুয়ারী সকাল টা থেকে মহাসড়ক পরিহার করে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল কম্পাউন্ট, মেঘনা টেক্সটাইল মিলের পাশে রাস্তার উভয় পাশে শফিউদ্দিন সরকার একাডেমি মাঠ প্রাঙ্গন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে টিআইসি মাঠ, ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠ, চান্দনা চৌরাস্তা হাই স্কুল মাঠ, তেলিপাড়া ট্রাক স্ট্যান্ড এবং নরসিংদী কালীগঞ্জ হয়ে আগত মুসুল্লীদের বহনকারী যানবাহন টঙ্গীর কে-টু নেভী সিগারেট ফ্যাক্টরী সংলগ্ন খোলা স্থানে গাড়ী পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে
জানুয়ারী সন্ধ্যা টা থেকে উল্লেখিত সড়ক পরিহার করে বৃহত্তর জেলাসমূহ হতে ঢাকাগামী সকল যানবাহন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী হয়ে ডিএমপি এলাকায় প্রবেশের পরিবর্তে চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, কালিয়াকৈর চন্দ্রা, বাইপাইল, নবীনগর, আমিন বাজার হয়ে চলাচল করার নির্দেশ দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ইজতেমা চলাকালে নামাজের সময় তুরাগ নদীর পশ্চিম পাড়ে ইমামের সামনে না দাড়িয়ে পেছনে দাড়িয়ে নামাজ আদায় করার নির্দেশ্য দেওয়া হয়েছে এবারের দুই পর্বে বিশ্ব ইজতেমায় দেশী বিদেশী ৩০ থেকে ৩৫ লাখ ধর্মপ্রাণ মুসুল্লী অংশগ্রহন করবে বলে আশা করা হচ্ছে

সূত্র – মো: মিলটন খন্দকার, গাজীপুর, প্রিয়.কম