দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Thursday, November 16, 2017

৫ দিনের বিশ্ব জোড় ও বিশ্ব ইজতেমার প্রার্থক্য

৫ দিনের বিশ্ব জোড় ও বিশ্ব ইজতেমার প্রার্থক্য! এক কথায়, ৫ দিনের বিশ্ব জোড় হল বিশ্ব ইজতেমার জান – এর শান হল বিশ্ব ইজতেমা। ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাওলানা গিয়াস উদ্দিন বলেন, ‘আসন্ন ২০১৮ সালের ৫৩তম বিশ্ব ইজতেমাকে সফল করতে প্রতি বছরের মতো এ বছরেও পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার আয়োজন করা হয়েছে। তবে জোড় ইজতেমায় প্রায় পাঁচ লাখ মুসল্লির সমাগম ঘটতে পারে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে। ’    ইজতেমার  পূর্বে  প্রতিবছর ৫দিনের...

Tuesday, November 14, 2017

কেন উচ্চশিক্ষিতা তাদের সন্তানদের কওমী মাদ্রাসায় ভর্তি করাচ্ছে

কেন উচ্চশিক্ষিতা তাদের সন্তানদের কওমী মাদ্রাসায় ভর্তি করাচ্ছে বাবা বুয়েটের প্রফেসর, পাচ ছেলে দুই মেয়ে। পাচ ছেলেই কওমী মাদ্রাসা হতে কোরআনের হাফেজ এবং আলেম এবং প্রত্যেকেই কোন না কোন কওমী মাদ্রাসায় খেদমতে নিয়োজিত। দুই মেয়ে কোরআনের হাফেজা। প্রফেসর সাহেব ছেলেমেয়েদের ডাক্তার ইন্জিনিয়ার না বানিয়ে কি ভুল করলেন?? দৈনিক যায়যায়দিন পত্রিকায় কওমী মাদরাসা নিয়ে একটি দারুন রিপোর্ট করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়,...