দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Thursday, December 15, 2016

বহুবিবাহ, ইসলাম কি বলে?

বহুবিবাহ কি ?? এ সম্পর্কে ইসলাম কি বলে? অমুসলিমরা এবং নাস্তিকরা ইসলামকে ছোট করার জন্য যে সব বিতর্কিত টপিক তুলে ধরেন, বহুবিবাহ তার মধ্যে অন্যতম। শুধু অমুসলিমরাই না, অনেক মুসলিমও বহুবিবাহকে সমর্থন করে না এবং এই বহুবিবাহের কারণে তারা ইসলাম ধর্ম নিয়ে লজ্জিত মনোভাব পোষণ করে। আসলে বেশীরভাগ অমুসলিম এবং মুসলিম জানে না ইসলামে এটাকে কেন বৈধতা দিয়েছে?? এবং তারা সবাই কারণ না জেনে এটা নিয়ে সমালোচনা করে। এখানে বহুবিবাহ কি এবং ইসলাম এই সম্পর্কে কি বলে...

ইসলাম কেন বহুবিবাহের অনুমতি দেয় ??

ইসলাম কেন বহুবিবাহের অনুমতি দেয় ?? এই নোট পড়ার আগে অবশ্যই এই নোট পড়ে নিবেন। না হলে ধারাবাহিকতা হারাবেন। এবং অনেক কিছুই বোধগম্য হবে না।  বহুবিবাহ কি?? এ সম্পর্কে ইসলাম কি বলে? লিঙ্কঃ https://www.facebook.com/notes/shamsuddha-al-amin/1123894277627546 অনেক মুসলিম ভাই এবং বেশীরভাগ অমুসলিম ভাই এর মনে প্রশ্ন জাগে ইসলাম কেন বহুবিবাহের অনুমতি দেয়? এটার মাধ্যমে ইসলাম কি নারীকে ছোট করে না?? এটা নারীর জন্য অপমান। যারা এমন মনে করেন তাদের অবশ্যই জানা উচিত ইসলাম কেন বহুবিবাহের বৈধতা দিয়েছে। ইসলাম কেন বহুবিবাহের অনুমতি দেয়??  অনেকের...