দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী

“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০

দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ

হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০

নামাজ বেহেস্তের চাবি

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।

কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Saturday, December 2, 2017

হেদায়াত পেতে কেন ত্বাকওয়া জরুরী



 হেদায়াত পেতে কেন ত্বাকওয়া জরুরী

কুরআন থেকে হেদায়াত পেতে হলে মানুষের সর্বপ্রথম যে গুনটি অর্জন করতে হবে তা হচ্ছে ত্বাকওয়া। ত্বাকওয়ার গুন ছাড়া কোনভাবেই কোরআন থেকে হেদায়াত পাওয়া সম্ভব না। আল্লাহ তা’য়ালা কুরআনের প্রথমেই স্পষ্টভাবে বলে দিয়েছেন- هُدًى لِّلْمُتَّقِينَ এটি মুত্তাক্বিদের জন্য হেদায়াত গ্রন্থ। যদিও কুরআনের সূরা বাকারার ১৮৫ নং আয়াতে বলা হয়েছে- أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ অর্থাৎ কুরআন নাজিল করা হয়েছে মানব জাতীর হেদায়াতের জন্য। আসলে কুরআন আলোর পথ দেখাতে চাই গোটা মানজাতিকে কিন্তু মানব জাতির মধ্যে যারা মুত্তাকী হয়েছে, যারা ত্বাকওয়ার নীতি অবলম্বন করেছে শুধুমাত্র তারাই কুরআন থেকে হেদায়াত লাভ করবে অন্যরা না। তাই কুরআন থেকে হেদায়াত পেতে হলে ত্বাকওয়া সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকতে হবে।

Thursday, November 16, 2017

৫ দিনের বিশ্ব জোড় ও বিশ্ব ইজতেমার প্রার্থক্য



৫ দিনের বিশ্ব জোড় ও বিশ্ব ইজতেমার প্রার্থক্য!

এক কথায়, ৫ দিনের বিশ্ব জোড় হল বিশ্ব ইজতেমার জান – এর শান হল বিশ্ব ইজতেমা।


ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাওলানা গিয়াস উদ্দিন বলেন, ‘আসন্ন ২০১৮ সালের ৫৩তম বিশ্ব ইজতেমাকে সফল করতে প্রতি বছরের মতো এ বছরেও পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার আয়োজন করা হয়েছে। তবে জোড় ইজতেমায় প্রায় পাঁচ লাখ মুসল্লির সমাগম ঘটতে পারে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে। ’
   ইজতেমার  পূর্বে  প্রতিবছর ৫দিনের জোড় নিয়ে অনেকের মাঝে কৌতূহল থাকে অনেকে জানতে চান ,  জোড় ও বিশ্ব ইজতেমার প্রার্থক্য কি ?  এখানে কি হয় কত লোক হয়?
এবার অর্থাৎ আর মাত্র একদিন পরেই টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৫দিনের জোড় ইজতেমা অনুষ্টিত হবে,  ৩ চিল্লার পুরানো সাথী উলামা হযরতদের নিয়ে   ১৭ই নভেম্বর শুক্রবার সকাল থেকে ইনতেজামি উদ্বোধনী বয়ানের মাধ্যমে জোড়ের আনুষ্টানিকতা শুরু হবে 

Tuesday, November 14, 2017

কেন উচ্চশিক্ষিতা তাদের সন্তানদের কওমী মাদ্রাসায় ভর্তি করাচ্ছে



কেন উচ্চশিক্ষিতা তাদের সন্তানদের কওমী মাদ্রাসায় ভর্তি করাচ্ছে

বাবা বুয়েটের প্রফেসর, পাচ ছেলে দুই মেয়ে পাচ ছেলেই কওমী মাদ্রাসা হতে কোরআনের হাফেজ এবং আলেম এবং প্রত্যেকেই কোন না কোন কওমী মাদ্রাসায় খেদমতে নিয়োজিত দুই মেয়ে কোরআনের হাফেজা
প্রফেসর সাহেব ছেলেমেয়েদের ডাক্তার ইন্জিনিয়ার না বানিয়ে কি ভুল করলেন??
দৈনিক যায়যায়দিন পত্রিকায় কওমী মাদরাসা নিয়ে একটি দারুন রিপোর্ট করেছেন
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের অনেক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার উচ্চ শিক্ষিতরা তাদের সন্তানদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় না পড়িয়ে বরং কওমি মাদ্রাসায় ভর্তি করেছেন এমনকি এসব উচ্চ শিক্ষিতরা অন্যদেরও নিজেদের সন্তানকে

Thursday, August 24, 2017

জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত ও আমল




জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত আমল

আরবি বারো মাসের সর্বশেষ মাস জিলহজ মাস মাসটি বছরের চারটি সম্মানিত মাসের একটি  
 [ আমরা যারা হজ্জ্ব করতে যেতে পারিনি , তারা কি বঞ্চিত হব, না আমাদের প্রিয় রসূল(সাঃ) কি আমল করতে হবে তা শিখিয়ে দিয়েছেন, ভিডিও তে বিস্তারিত বর্ননা দেয়া আছে]   অনেক বৈশিষ্ট্যের অধিকারী মাস মাসে কেউ পবিত্র হজ পালন করে ধন্য হবেন, আবার কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করবেন অন্যদিকে, আল্লাহর এমন কিছু বান্দা থাকবেন যারা দুটি আমলের কোনোটিই করবেন না সম্পদশালী ব্যক্তি যাদের ওপর হজ ফরজ হয়েছে মাসেই তারা সেই হজ সম্পাদন করবেন হাজী সাহেবান এবং যারা হজ করবেন না তবে কোরবানি করবেন তারাও মাসেই কোরবানি করবেন তাহলে যারা এর কোনোটিই করবেন না তারা কী করবেন? তারা কি মাসের ফজিলত থেকে বঞ্চিত হবেন? না, রাহমানুর রাহিম আল্লাহ উল্লিখিত আমল ছাড়াও এমন বিশেষ কিছুআমলের ব্যবস্থা রেখেছেন যা সবার জন্য উন্মুক্ত 

Monday, June 19, 2017

মহিমান্বিত রজনী “পবিত্র লাইলাতুল ক্বদর”



মহিমান্বিত রজনীপবিত্র লাইলাতুল ক্বদর

 শেষ হয়ে যাচ্ছে রমযানুল মোবারক  অতি গুরুত্বপূর্ন একটি মাস মাসেই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দেয়া হয়েছে রমযান মাসে সিয়াম সাধনায় মহান আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বার উন্মুক্ত করে দেয় তাই তো রমযানের আগমনে আল্লাহ প্রেমিক বান্দার অন্তরে এক অনাবিল আনন্দধারা প্রবাহিত হয় সকল ঈমানদারেরা শৃঙ্খলার মধ্যে থেকে এই পবিত্র মাসটি অতিবাহিত করে মুসলিম উম্মাহর জন্য রমযান অত্যন্ত কাঙিক্ষত প্রাপ্তির মাস

[ নীচ শব ই কদর এর  ফজলত vidio আছ অবশ্ই দখব]

ক্বদর শব্দের অর্থ :

মহাত্ম বা সম্মান, এই মহাত্ম সম্মানের কারণে একে লাইলাতুল ক্বদর, তথা মহিমান্বিত রাত বলা হয় বারটি মাসের মধ্যে ফযিলতপূর্ণ মাস হল রমযান মাস মোবারক মাসে রাব্বুল আলামীন লাইলাতুল ক্বদর নামে এমন এক

Friday, June 2, 2017

বিজ্ঞানের অটোফেজি-মুসলিম পরিভাষায় রোজার উপকারিতা



বিজ্ঞানের অটোফেজি-মুসলিম পরিভাষায় রোজার উপকারিতা

হৈ চৈ ফেলে জাপানের ডাক্তার  ওশিনরি ওসুমি- কে অটোফেজি (যা মুসলিম পরিভাষায় রোজা)আবিষ্কারের জন্যে পুরষ্কার পান । 
রোজা রাখার এই বৈজ্ঞানিক পদ্ধতিই অটোফেজিকে মুসলিম পরিভাষায়  রোজা’, যা মুসলিমরা সিয়াম বলে খ্রিস্টানরা রোজা রাখলে তাকে বলা হয়ফাস্টিং হিন্দু বা বৌদ্ধরা রোজা রাখলে তাকে বলা হয়উপবাস বিপ্লবীরা রোজা রাখলে তাকে বলা হয়অনশন আর, মেডিক্যাল সাইন্স রোজা রাখলে তাকে বলা হয় 'অটোফেজি

Saturday, May 27, 2017

রোজা এবং রমযান মাসের ফজিলত সম্পর্কে



রোজা এবং রমযান মাসের ফজিলত  সম্পর্কে  

রোজা ইসলামের মূল ভিত্তি। ইসলাম নামক একটি ঘরের মৌলিক খুঁটি।পাঁচ স্তম্ভের একটি, যার আবেদন উপেক্ষা করে কোনো মানুষ পূর্ণাঙ্গ মোমিন হতে পারে না।

  রোজাকে অস্বীকার করে মুসলমানের সুভাষিত প্রজ্বলিত খাতায় নাম থাকতে পারে না। মানবতার নবী রোজাকে ঘোষণা করেছেন ইসলামের পাঁচ স্তম্ভের একটি বলে। হাদিসে ঘোষিত হয়েছে, ‘ইসলামের স্তম্ভ পাঁচটিÑ . আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, কথার সাক্ষ্য প্রদান করা। . সালাত কায়েম করা। . জাকাত আদায় করা। . হজ সম্পাদন করা। . রমজানে সিয়ামব্রত পালন করা।’ (বোখারি : )

Tuesday, May 23, 2017

হযরত শাহজালাল এর সিলেটে আগমন ও ইসলাম প্রচার



 হযরত শাহজালাল এর সিলেটে আগমন ও ইসলাম প্রচার

হযরত শাহজালাল (জন্ম তুরস্ক ৬৭১ হিঃ ১২৭১ইং- মৃত্যু; ৭৪০ হিঃ ১৩৪১ ইং) ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ হযরত শাহজালাল(:) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ কামীল পীর তিনি ছিলেন ওলিকুলের শিরোমণি সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে 


 সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের ওপর রাজা গৌর গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল(:) তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার নগরী বলা হয় কেউ কেউ সিলেটকে পূণ্যভূমি অভিধায়ও অভিহিত করেন
আরবের মাটি সিলেটের মাটির মিল কথিত আছে, প্রাচ্য দেশে আসার পূর্বে শাহজালাল(:) এর মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবীর (রঃ) তাকে এক মুঠো মাটি দিয়ে বলেন, ‘স্বাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে 

Saturday, May 13, 2017

ইসলামে মায়ের সম্মান ও অধিকার



ইসলামে মায়ের সম্মান অধিকার
পৃথিবীতে সবচেয়ে প্রিয় এবং মধুর শব্দটি হচ্ছে মা। মায়ের চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। দুঃখে-কষ্টে, বিপদে-সংকটে যে মানুষটি স্নেহের পরশ বিছিয়ে দেন, তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে আপনজন, মা। প্রতিটি মানুষ পৃথিবীতে আসা এবং বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা একমাত্র মায়ের। মায়ের তুলনা অন্য কারো সঙ্গে চলে না। মায়ের সঙ্গে সন্তানের নাড়ির সম্পর্ক, যা একটু আঘাত পেলেই প্রতিটি মানুষ 'মা' বলে চিৎকার দিয়ে জানান দিয়ে থাকে। 


একদিন হজরত মুয়াবিয়া ইবনে জাহিমা আসসালামী (রা.) রাসুল (সা.)-এর খেদমতে হাজির হয়ে বললেন, 'ইয়া রাসুলাল্লাহ! আমি জিহাদ করতে ইচ্ছুুক। এ ব্যাপারে আপনার পরামর্শ কী?' জবাবে রাসুল (সা.) বললেন, 'তোমার মা আছেন?' তিনি বললেন, 'আছেন। ' রাসুল (সা.) ইরশাদ করেন, 'মায়ের সেবায় নিয়োজিত থাকো, কেননা তাঁর পায়ের নিচেই জান্নাত।

Saturday, May 6, 2017

হযরত মোহাম্মাদ (সাঃ) এর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত



হযরত মোহাম্মাদ (সাঃ) এর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত

আজ থেকে ১৪৩৮ চন্দ্র বছর আগে এই মাসে (১৪ই জ্বিলহজ্ব) বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’ মোজেযার প্রকাশ হিসেবে তাঁর আঙ্গুলের ইশারায় পূর্ণ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। আবু জাহলের নেতৃত্বে একদল মূর্তিপূজারী ইহুদি জানায় যে, মুহাম্মাদ (সা.) যে আল্লাহর রাসূল তা তারা মেনে নেবে যদি তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন। তখন রাসূল (সা.) আল্লাহর কাছে দোয়া করে আঙ্গুলের ইশারা করলে ওই অলৌকিক ঘটনাটি ঘটে।
পবিত্র কুরআনের সুরা আল-কামারের প্রথম দুই আয়াতে সম্পর্কে বলা হয়েছে: "কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তারা কোনো নিদর্শন সরাসরি দেখলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘এতো চিরাচরিত জাদু "
ওই আরব মুশরিকরা এই মোজেজা অস্বীকার করে একে জাদু বলে অভিহিত করে। কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ দুই ভাগ হওয়ার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ইসলাম ধর্ম গ্রহণ করে। কারণ, ওই ইহুদিরা তাওরাতে পড়েছিল যে হযরত মূসা (.)’ উত্তরসূরি হযরত ইউশা (.)’ জন্য মহান আল্লাহ চাঁদ সূর্যকে স্থির করে রেখেছিলেন।
রাসূল (সা.) চাঁদকে এত স্পষ্টভাবে দুই টুকরা করেন যে ওই দুই টুকরার ব্যবধানের মধ্যে হেরা পর্বত দেখা যাচ্ছিল। কিন্তু আবু জাহল বলে ওঠে, “তিনি নজরবন্দি করেছেন। যেসব লোক বিদেশে গেছে তারা ফিরে এসে সমর্থন জানালে তখন বুঝব।বিদেশ থেকে আসা লোকেরা দেশে ফিরে এসে ঘটনার সত্যতাকে সমর্থন করলেও আবু জাহল বলে, “ তিনি গোটা পৃথিবীর সব লোককে নজরবন্দী করেছেন।"
ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত মালাবার রাজ্যের (বর্তমান কেরালা অঞ্চল) ততকালীন রাজা চক্রবর্তী ফারমাস (চেরামান পিরুমেল) আকাশে চাঁদ দুই টুকরো হয়ে যাওয়ার ওই অলৌকিক ঘটনাটি স্বচক্ষে দেখেছিলেন। যখন তিনি জানতে পারেন যে আরব দেশে শেষ নবীর আবির্ভাব ঘটেছে রাসূল (সা.) চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, তখন তিনি মক্কায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ভারতের ইতিহাস গ্রন্থতারিখে ফেরেশতায় ওই ঘটনা উল্লেখিত হয়েছে। চেরামানের নামে ভারতের কেরালা রাজ্যে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।
মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা নাসার নভোচারীদের মাধ্যমে তোলা ছবিতেও চাঁদের মধ্যে গভীর ফাটলের চিহ্ন বা দাগ দেখা গেছে এবং থেকে স্পষ্ট হয়, কোনো এক সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ভারতীয় রাজা যে ওই ঘটনা দেখেছিলেন তার লিখিত বিবরণের একটি প্রাচীন দলিল বর্তমানে লন্ডনে ভারতীয় দূতাবাসের লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। ওই দলিলে ভারতীয় সেই রাজার ভ্রমণের বিস্তারিত বর্ণনা রয়েছে। ওই রাজা ভারতে ফেরার পথে ইয়েমেনে মারা যান।
সংগৃহিত।